মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সরকারকে সহিংসভাবে ক্ষমতা থেকে উৎখাত করতে চাইছে বলে কিউবা অভিযোগ করেছে। ক্যারিবীয় অঞ্চলে ক্রমবর্ধমান আমেরিকার সামরিক উপস্থিতিকে ‘অতিরঞ্জিত ও আগ্রাসি’ হুমকি বলে অভিহিত করেছে হাভানা।
মঙ্গলবার কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাত করলে তা দায়িত্বজ্ঞানহীন কাজ হবে। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে।
শনিবার রয়টার্স মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সম্পর্কিত অভিযানের নতুন পর্ব শুরু করার জন্য তৈরি হয়ে আছে। দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যেসব বিকল্প বিবেচনাধীন তার মধ্যে মাদুরোকে উৎখাত করার প্রচেষ্টাও আছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, তিনি ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের চেষ্টা করছেন না।-রয়টার্স