ঢাকার কেরানীগঞ্জে মিল্টন (১৭) নামে এক কিশোরের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে তারানগর ইউনিয়নের সিরাজনগর নিশানবাড়ী এলাকার একটি পরিত্যক্ত রেস্টুরেন্টের ভেতরে মরদেহটি পাওয়া যায়।
মৃত মিল্টন একই ইউনিয়নের সিরাজনগর এলাকার মাজহারুল ইসলামের ছেলে। তিন দিন আগে তিনি স্থানীয় একটি জুতার কারখানায় কাজে যোগ দিয়েছিলেন।
এলাকাবাসী জানান, রেস্টুরেন্টের গোলঘরের টিনের চালের আড়ায় জুতার ফিতা দিয়ে মিল্টনের গলায় ফাঁস লাগানো ছিল। তার দুই পা গোলঘরের পাটাতনের মধ্যে আটকে ছিল।
কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মিল্টনের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল