বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুটখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক এমপি এবং যশোর-১ শার্শা আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, বিএনপি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি সুসংগঠিত। তিনি প্রতিশ্রুতি দেন—বিএনপি ক্ষমতায় গেলে এলাকাবাসীর সহায়তায় মাদক বিক্রেতাদের প্রতিরোধ করা হবে, ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং সন্ত্রাসী-চাঁদাবাজদের কোনো ঠাঁই থাকবে না।
একটি দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, জান্নাতের টিকিট বিক্রি করে গ্রামাঞ্চলের নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। এ দেশের মুসলমানরা ধর্মভীরু, ধর্মান্ধ নন—তাদের আবেগ নিয়ে খেলা করা উচিত নয়।
দোয়া অনুষ্ঠান শেষে তিনি শিকড়ি পীর সাহেবের কবর জিয়ারত করেন এবং বৃত্তিআঁচড়া ও শিকড়ি গ্রামে জনসংযোগ করেন। তিনি বলেন, জয়ী হলে গ্রামের দুঃস্থ পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা, কাঁচা রাস্তা মুক্ত গ্রাম এবং বেকারদের চাকরির সুযোগ তৈরি করবেন।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু।
বিডিপ্রতিদিন/কবিরুল