ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যদি অংশীদাররা নিরাপত্তার গ্যারান্টি দেন, তবে ইউক্রেন নির্বাচনের জন্য প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন, কিয়েভ নির্বাচন এড়াতে যুদ্ধকে ব্যবহার করছে। তার এমন দাবির পরই জেলেনস্কি এ সিদ্ধান্তের কথা জানালেন। ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনে সামরিক আইন জারি হওয়ায় নির্বাচন স্থগিত রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ ২০২৪ সালের মে মাসে শেষ হওয়ার কথা ছিল। ট্রাম্পের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি বলেন, তিনি আইন পরিবর্তনের জন্য প্রস্তাবনা তৈরি করতে বলবেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র এবং অন্য মিত্রদের সাহায্যে ভোটের নিরাপত্তা নিশ্চিত করা গেলে আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।-বিবিসি
তিনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের কাছে এ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় সহকর্মীদের সঙ্গে একযোগে সাহায্য করার জন্য অনুরোধ করেন। জেলেনস্কি আরও স্পষ্ট করে বলেন, ইউক্রেনে নির্বাচনের বিষয়টি আমি মনে করি প্রথমত এবং প্রধানত আমাদের জনগণের ওপর নির্ভরশীল। আমাদের অংশীদারদের প্রতি সম্মান রেখেই বলছি, এটি ইউক্রেনের জনগণের প্রশ্ন, অন্য কোনো দেশের মানুষের নয়। ক্ষমতা আঁকড়ে থাকার বা তার ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পদে থাকার ইঙ্গিত সম্পর্কে তিনি বলেন, এ ধারণা পুরোপুরি অযৌক্তিক। ২০১৯ সালের নির্বাচনে ৭৩ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়ী হন জেলেনস্কি।