গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে (জিইউবি) বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ৭ম আইইইই এসটিআই আন্তর্জাতিক সম্মেলন—সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি ৫.০ (এসটিআই–২০২৫)। দেশে-বিদেশের গবেষক ও শিল্পখাতের বিশেষজ্ঞরা টেকসই প্রযুক্তি, উদ্ভাবন, এআই এবং ভবিষ্যতের কর্মবাজার নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন।
সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘এআই যুগে প্রযুক্তিগত বিপ্লব এবং কর্মহীনতার আশঙ্কা।’ উদ্বোধন করেন আইসিটি বিভাগের সচিব শিষ হায়দার চৌধুরী, সভাপতিত্ব করেন জিইউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন।
এবার রেকর্ড ৪৩৪টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছে যার মধ্যে কঠোর মূল্যায়নে মাত্র ১১৮টি গ্রহণ করা হয়—গ্রহণযোগ্যতার হার ২৭%। আয়োজকরা জানান, গবেষণার মান নিশ্চিত করতেই এই কঠোরতা।
বক্তারা ইন্ডাস্ট্রি ৫.০–এ মানবকেন্দ্রিক শিল্পায়ন, এনার্জি-দক্ষ প্রযুক্তি, সেমান্টিক কমিউনিকেশন, রোবটিক্স ও টেকসই শক্তির গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি টেকসই উন্নয়ন, সার্কুলার ইকোনমি ও মানবিক মূল্যভিত্তিক এআই ব্যবহারের ওপর জোর দেন।
সম্মেলনে ৭টি কি-নোট সেশন, ৩টি ওয়ার্কশপ, ১টি প্যানেল আলোচনা এবং ২৪টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। নির্বাচিত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হবে আইইইই এক্সপ্লোর ও স্কোপাস ইনডেক্সড জার্নাল-এ। সমাপনী অনুষ্ঠান হবে শুক্রবার। প্রধান অতিথি থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।
বিডিপ্রতিদিন/কবিরুল