তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গাজায় ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ এবং ধ্বংসলীলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, গাজায় চলমান গণহত্যা বিশ্বব্যাপী মূল্যবোধকে দুর্বল করছে এবং শান্তি প্রতিষ্ঠা ও উপত্যকা পুনর্গঠনে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।
গতকাল মানবাধিকার দিবস উপলক্ষে এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যায় ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এটাই প্রমাণ করে যে, জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণার মূল্যবোধগুলো মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে এরদোগান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যবশত গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে নৃশংসতা অব্যাহত রয়েছে। এরদোগান আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে গাজাকে আবার সংঘাতে টেনে না নেওয়া হয়। -টিআরটি