মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের সমারোহে বিজয় মেলা–২০২৫।
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ।
উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, ইনস্টিটিউটের নির্বাহী পরিষদের সদস্য অভিধা চাকমা প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল