পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তের কাছাকাছি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।
রয়টার্স জানিয়েছে, হামলাটি সোমবার রাত থেকে গতকাল ভোরের মধ্যে সংঘটিত হয়। এলাকাটি আগে উপজাতীয় অঞ্চল হিসেবে পরিচিত ছিল এবং আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত। এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। চলতি বছর এমন একাধিক হামলার জন্য তালেবানকে দায়ী করেছে পাকিস্তান। সাম্প্রতিক কিছু সন্ত্রাসী হামলায় আফগান নাগরিকরা জড়িত ছিলেন বলেও দাবি করেছে তারা।
পাকিস্তানি তালেবানকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় আফগানিস্তানকে দোষারোপ করছে ইসলামাবাদ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা, সীমান্তজুড়ে তুমুল সংঘাতও বেঁধেছে বেশ কয়েক দফা। -রয়টার্স