শোবিজ সড়কে বুঝেশুনে পা ফেলছেন নাজনীন নীহা। তাই এ পর্যন্ত যে কটি নাটকে কাজ করেছেন দর্শকের সাড়া মিলেছে বেশ। সম্ভাবনা জাগিয়েছেন নীহা, তবে কাজের স্রোতে এখনই ভাসতে নারাজ। তাই সময় নিয়ে কম কাজ করছেন তিনি। নীহা বলেন, ক্যারিয়ারের প্রথম থেকেই দর্শকের অনেক ভালোবাসা পাচ্ছি। চলচ্চিত্র ও ওয়েব জগৎ থেকে ডাক আসছে। তবে এখনই সেদিকে পা বাড়াতে চাই না। তিনি বলেন, ‘এখনো কোনো চলচ্চিত্র বা ওয়েব কনটেন্টে যুক্ত হইনি। আমি আসলে প্রস্তুত হচ্ছি। চলচ্চিত্র তো একটা বড় প্ল্যাটফর্ম, এর জন্য সঠিক প্রস্তুতি নিয়েই আসতে চাই। আপাতত ছোটপর্দা নিয়েই খুশি।’ ছোটবেলা থেকেই অভিনেত্রী হতে চেয়েছেন, এমন নয়। শোবিজে এসেই অভিনয়ের প্রেমে পড়েছেন। তাই ভবিষ্যতের ভাবনা নিয়ে নীহা বলেন, ‘আপাতত অভিনয় নিয়েই ভাবছি। দর্শকের পছন্দের অভিনেত্রী হতে চাই। দর্শক যেন আমাকে মনে রাখেন। ২০ থেকে ৩০ বছর পর কিংবা আমি বেঁচে না থাকলেও সবাই যেন মনে রাখেন, সেরকম কাজ করতে চাই। পাশাপাশি ব্যবসা করব, এই ইচ্ছাটা ছোটবেলা থেকেই।’ নীহা জানান, তাঁর এক ফুফাতো ভাই শোবিজে কাজ করেন। তাঁর পরামর্শে শখের বশে ফটোশুট দিয়ে ২০২০ সালে ক্যামেরার সামনে আসেন নীহা। ‘ফটোশুটের কিছুদিন পরই শুরু হয় কভিড মহামারির লকডাউন। তাই পরে অনেক দিন আর কাজ করা হয়নি। লকডাউন শেষে আরও কিছু ফটোশুট করি। কাজ করতে করতে অভিনয়ের প্রতি ভালোবাসা বেড়ে গেছে। এখন এটাই আমার পেশা ও আবেগ। শুরুর দিকে পরিবার খুব একটা রাজি না থাকলেও এখন উৎসাহ দেয়।’ নীহা একেবারে প্রথম যেদিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, তখন এখনকার মতো সাবলীল ছিলেন না।