নাটোরে পাবনা ও নাটোর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবারকে আর্থিক মঞ্জুরীর চেক প্রদান করেছে বিআরটিএ’র ট্রাস্ট্রি বোর্ড।
বৃহস্পতিবার সকাল নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে মোট ৮৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফ হোসেন, বিআরটিএ নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলতাব হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার ও নিরাপদ সড়ক চাই নাটোরের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন