বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দুই মেয়াদের সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল (স্বপ্নপুরী সিনেমা হল) সভাপতি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন এলাহী চৌধুরী সম্রাট (ঝুমুর সিনেমা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার বিকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নবনির্বাচিত কমিটিতে মিয়া আলাউদ্দিন সিনিয়র সহসভাপতি এবং আমির হামজা সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্পাদকীয় পদে রয়েছেন- মো. খুরশিদ আলম, নাছরিন আক্তার, আবদুল মতিন প্রধান, আর এম ইউনুছ রুবেল, মো. আজগর হোসেন, বিল্লাল হোসেন ও ঈশা খান। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন-আলমগীর সিকদার লোটন, জিয়াউল ইসলাম, ইসপা খায়রুল হক ও খন্দকার আশরাফুল ইসলাম।
এর আগে চলচ্চিত্র প্রদর্শক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিচালনা বোর্ডের এক সভায় সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি সুদীপ্ত কুমার দাস। এতে আরও উপস্থিত ছিলেন সদস্য মোজাহারুল ইসলাম এবং জাহিদ হোসেন।
উল্লেখ্য, সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচন তফসিল অনুযায়ী আগামী বছরের ২৫ জানুয়ারিতে প্রস্তাবিত নির্বাচনের দিন ভোট গ্রহণের আর প্রয়োজন নেই বলে জানান বোর্ড সভাপতি সুদীপ্ত কুমার দাস।