ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ব্যাপক ঘাটতি ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জনগণের অবিচলতা ও আন্তরিকতায় এগিয়ে যাচ্ছে ইরান।
বৃহস্পতিবার তেহরানের ইমাম খোমেনি হোসেইনিয়াহ-তে ফাতিমা আল-জাহরার (সাঃ) জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হাজার হাজার ভক্তের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।
আয়াতুল্লাহ খামেনি বলেন, দেশের সর্বত্র ঘাটতি ও সমস্যা অনেক কিন্তু জাতি দিন দিন অধ্যবসায়, আন্তরিকতার মাধ্যমে ইসলাম ও ইরানের জন্য সম্মান ও শক্তি বৃদ্ধি করছে। আল্লাহর রহমতে দেশ এগিয়ে যাচ্ছে, প্রচেষ্টা চালাচ্ছে এবং উন্নতি করছে।
তিনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জুন মাসের আগ্রাসনের পর ইরানের চরম প্রতিক্রিয়ার কথাও স্মরণ করেন।
তিনি বলেন, আজ আমরা যে সামরিক সংঘাতের সাক্ষী হয়েছি, তার বাইরেও আমরা একটি বিস্তৃত শত্রু পক্ষের সাথে প্রচার ও মিডিয়া যুদ্ধের কেন্দ্রে রয়েছি। তিনি আরও যোগ করেন, শত্রুরা বুঝতে পেরেছে যে এই সম্পত্তি, ভূমি এবং আধ্যাত্মিক মাতৃভূমিকে সামরিক চাপের মাধ্যমে বশীভূত বা দখল করা যাবে না।
যুদ্ধ নতুন করে শুরু হওয়ার আশঙ্কা সৃষ্টিকারীদের সমালোচনা করে আয়াতুল্লাহ খামেনি বলেন, কেউ কেউ বারবার আরও একটি সামরিক সংঘাতের আশঙ্কার কথা সামনে আনছে। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে এটিকে ফুলিয়ে-ফাঁপিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি করতে চাইছে কিন্তু ইনশাআল্লাহ তারা সফল হবে না।
তিনি বলেন, শত্রুর লক্ষ্য হলো ইসলামী বিপ্লবের প্রভাব, লক্ষ্য এবং ধারণা মুছে ফেলা। এই বিস্তৃত এবং সক্রিয় ফ্রন্টের কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র, যার চারপাশে কিছু ইউরোপীয় দেশ রয়েছে এবং ইউরোপে বসবাসকারী অভ্যন্তরীণ ভাড়াটে ও বিশ্বাসঘাতকরা নিজেদের লাভের জন্য কাজ করছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল