বুবলী কি এবার ঢাকাইয়া পার্বতী হতে চলেছেন? এমন প্রশ্ন উঠেছে তার নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাসকে ঘিরে। কারণ সিনেমার নাম যখন নতুন দেবদাস তাহলে নিশ্চয়ই এখানে পার্বতীও থাকবে। কারণ পার্বতী ছাড়া দেবদাস অচল। এমনই প্রশ্ন উঠেছে বুবলী ভক্তদের মাঝে। কিন্তু এর উত্তর বুবলী কিংবা এ সিনেমার নির্মাতা কারও কাছ থেকে পাওয়া যায়নি। এমনকি এ সিনেমার নায়ক নতুন দেবদাসও কিছু বলছেন না। সম্প্রতি আমেরিকা সফর শেষে ঢাকায় ফিরে বুবলী এ সিনেমায় কাজের খবর জানিয়েছেন। সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে নতুন প্রজন্মের নায়ক আদর আজাদকে। এদিকে নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটিতে আদর আজাদকে দেখা যাবে একেবারে ভিন্ন এক রূপে। আধুনিক একজন ব্যর্থ প্রেমিক হিসেবে হাজির হবেন তিনি। অন্যদিকে বুবলী থাকছেন গল্পের কেন্দ্রীয় চরিত্রে। তার উপস্থিতিতে সিনেমাটি পাবে এক নতুন মাত্রা, দাবি পরিচালকের। এর আগে বুবলী ও আদর আজাদ একসঙ্গে অভিনয় করেছেন, তালাশ, লোকাল, পিনিক ও খেলা হবে সিনেমায়। দর্শকপ্রিয় সেই জুটিকে আবারও বড়পর্দায় দেখতে উৎসুক ভক্তরা। ‘ঢাকাইয়া দেবদাস’ মুক্তির সম্ভাব্য সময় সম্পর্কে নির্মাতারা শিগগিরই বিস্তারিত ঘোষণা দেবেন। উল্লেখ্য, নায়িকা শবনম বুবলী প্রথমে টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তী সময়ে শাকিব খানের নায়িকা হয়ে সিনেমায় পা রেখেছিলেন। দারুণ সফলতা পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ঢাকাই সিনেমার সেরা নায়িকাদের একজন হিসেবে। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে নিয়মিত ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসিত হয়ে চলেছেন এই তারকা।