চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভায় দুইপক্ষের সংঘর্ষে মোহাম্মদ তাহমিদ উল্লাহ (২৩) নামের একজন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তাহমিদ বারৈয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে। সে স্থানীয় একটি অংশের সাথে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বারৈয়ারহাট বাজারে দুই ভাইয়ের সালিশ চলাকালে পা তুলে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় তাহমিদ। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জোরারগঞ্জে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন থাকাবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জোরারগঞ্জে প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার রাতে চমেক হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগে আনার পর চিকিৎসক তাকে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১টার দিকে তাহমিদ উল্লাহর মৃত্যু হয়।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, ‘সিনিয়র-জুনিয়রদের মধ্যে মারামারি হয়েছে। তবে আমাদের কাছে এখনো লিখিত কোনো অভিযোগ আসেনি। লাশ দাফনের পর হয়তো অভিযোগ আসবে।’
বিডি-প্রতিদিন/জামশেদ