মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই র্যালি করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের নেতৃত্বে র্যালিত উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে শোভাযাত্রায় ছিল ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, ব্যানার ও ফেস্টিভ্যাল। এবার শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো বর্ণিল জীবন ও সংস্কৃতির মেল বন্ধন ‘হারমোনি ফেস্টিভ্যাল ২০২৫’ অনুষ্ঠিত হচ্ছে।
আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত উপজেলার ফুলছড়া চা-বাগান মাঠে তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবকে কেন্দ্র করে শ্রীমঙ্গলজুড়ে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন জাতিসত্তার নাচ, গান, পোশাক, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার সমন্বয়ে এই আয়োজন পরিণত হবে এক সাংস্কৃতিক মিলনমেলায়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, এই উপজেলায় ২৬টি গেজেটেট ক্ষুদ্র নৃগোষ্টির বসবাস রয়েছে। তাদের কৃষ্টি কালচারকে বাংলাদেশ তথা সারা বিশ্বে তুলে ধরার জন্য গত বছর হারমনি ফেস্টিবল সিজন ১ আয়োজন করা হয়েছিল। তার সাফল্যের ধারাবাহিকতায় এ বছর সিজন ২ আয়োজন করা হয়েছে। তিন দিনে এই উৎসবে ৬৩ টি সাংস্কৃতিক পরিবেশনা হবে। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্টীর বিভিন্ন স্টল থাকবে।
বিডি-প্রতিদিন/জামশেদ