একসময় কান চলচ্চিত্র উৎসবে সবার মন জয় করেছিল ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের কন্যা আরাধ্যা। এতদিন পরে সেই মুহূর্তের কথা জানালেন আবেগপ্রবণ ‘বিশ্বসুন্দরী’। সম্প্রতি সোহিত সাগর চলচ্চিত্র উৎসবে এসেছিলেন তিনি। সেখানেই স্মৃতিচারণা করেন পুরোনো দিন নিয়ে। ঐশ্বরিয়া জানিয়েছেন, কীভাবে ছোট থেকেই মায়ের সঙ্গে কানে আসার দরুন ছোট্ট আরাধ্যার কাছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ঘরবাড়ি হয়ে উঠেছিল। আর সেই প্রসঙ্গেই উঠে এলো ঐশ্বর্যকন্যার সেই ভাইরাল ভিডিওর কথা। যেখানে মায়ের পাশেই হাঁটতে দেখা গিয়েছিল তাকে। সেই প্রসঙ্গেই বলিউডের তারকা অভিনেত্রী বললেন, বিষয়টা মোটেই এমন নয় যে, আরাধ্যার ছবি তোলার জন্য ওকে গাউন পরিয়ে দিয়েছিলাম। আমার কাছে ও তো একটা ছোট্ট মেয়ে। একটা ছোট্ট মেয়ে যে রূপকথার গল্প পড়ছে বা দেখছে, তাই না? আর তাই ওর কাছে ব্যাপারটা এমন ছিল যে, মা কেন এই গাউনগুলো পরেছে? গাউন পরার পরে কেশসজ্জাও করেছে। সুতরাং ব্যাপারটা দাঁড়াল যে, আমরা রূপকথা রূপকথা খেলছি, তাই এসব পোশাক পরছি।’ ঐশ্বরিয়া জানিয়েছেন, এর নেপথ্যের মুহূর্তগুলো ছিল দারুণ উপভোগ্য। তাঁর কথায়, যদি আমি ভিডিওগুলো দেখাতে পারতাম দারুণ মজা পেত সবাই। আমি রেড কার্পেটের জন্য তৈরি হচ্ছি। অন্যদিকে আরও কিছু ঘটছিল। যখন গোটা টিম পেশাদারের মতো নিজেদের কাজ করছে, তখনো আরাধ্যা বলে চলেছে, মা দেখো এদিকে। এভাবেই একদিন ও আমার পাশে হাঁটছিল। আমিও ওর হাত ধরেছিলাম। চাইছিলামও না ও চলে যাক, কেননা ও আনন্দ পাচ্ছিল। আমরা নেমে আসছিলাম। তিনি জানিয়েছেন, কেমন করে সেই মুহূর্ত ভাইরাল হয়ে গিয়েছিল। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ছিল মা-মেয়ের দুরন্ত রসায়ন।