কৃষি ক্ষেত্রে অনন্য অবদানের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এবার দশমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দেওয়া হলো এই পুরস্কার।
২ ডিসেম্বর ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক গালা অনুষ্ঠানে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সম্মানিত করার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আগামীকাল (১২ ডিসেম্বর শুক্রবার) দুপুর আড়াইটায় চ্যানেল আইতে প্রচার হবে দশম স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই আগ্রো অ্যাওয়ার্ডের জাঁকজমকপূর্ণ গালা অনুষ্ঠান।