দেশজুড়ে ওয়াকাথন আয়োজনের মধ্য দিয়ে বাংলালিংক ‘সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক ২০২৫’ উদ্বোধন করেছে। দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল উদ্ভাবনী অপারেটরটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একযোগে আয়োজিত এ ওয়াকাথনে ৫৬০ জনের বেশি কর্মী অংশ নেন। স্বাস্থ্য, সুরক্ষা ও সামগ্রিকভাবে কর্মীদের সুস্থতা নিয়ে যৌথ অঙ্গীকারের প্রতিফলন ছিল এই উদ্যোগ।
এ বছরের প্রতিপাদ্য ছিল ‘স্ট্রেন্থ ইন অ্যাকশন, কেয়ার ইন এভরি স্টেপ’, যেখানে গুরুত্ব দেওয়া হয় সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা, কর্মক্ষেত্রে যত্নশীল আচরণ, সহকর্মীদের পারস্পরিক সহযোগিতা এবং ব্যক্তিগত সুস্থতার জন্য নিয়মিত অনুশীলনের প্রতি।
সপ্তাহজুড়ে কর্মীদের সুস্থতা উন্নয়নে বাংলালিংক নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, ব্যক্তিগত পরামর্শ, অগ্নিনিরাপত্তা সচেতনতা, সরাসরি নিরাপত্তা মহড়া, মননশীলতা চর্চা, মানসিক চাপ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং বিভিন্ন অংশগ্রহণমূলক সুস্থতা আয়োজন। এসব কার্যক্রমের মূল লক্ষ্য স্বাস্থ্যকর রুটিন গড়ে তোলা, সুরক্ষা অনুশীলনে উৎসাহ দেওয়া এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপন নিশ্চিত করা।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে ঢাকার অংশগ্রহণকারীদের নিয়ে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার’স ডেন থেকে ওয়াকাথন শুরু হয়। একই স্থানে ‘সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে এবং প্রতিষ্ঠানের লিডারশিপ টিমের সদস্যরা।
অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান মানবসম্পদ ও প্রশাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল কাদের বলেন, ওয়াকাথনের মাধ্যমে এ সপ্তাহ অর্থবহভাবে শুরু হয়েছে। সুরক্ষা ও সুস্থতা সাময়িক কোনো বিষয় নয়, বরং প্রতিদিনের অভ্যাস—এই আয়োজন আমাদের সেই বার্তাই দেয়।