দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বাড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ।
সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা মো আজিজুল ইসলাম, উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
এই সহযোগিতার মাধ্যমে দুর্যোগের আগাম সতর্কবার্তা, মাঠপর্যায়ের প্রস্তুতি এবং সংকট মুহূর্তে প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা দ্রুত সক্রিয় করতে একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদ আশ্রয় সহায়তা, সৌর বিদ্যুৎচালিত যোগাযোগ কেন্দ্র এবং সুনির্দিষ্ট জনগোষ্ঠীর সক্ষমতা উন্নয়নে যৌথ কর্মসূচি গ্রহণ করা হবে।
এ ছাড়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি আরও শক্তিশালী করতে যৌথ মহড়া, স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ এবং মাঠ পর্যায়ে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করবে ইডটকো ও রেড ক্রিসেন্ট। এতে জরুরি অবস্থায় আরও দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করা যাবে।
বিডি প্রতিদিন/আশিক