বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও প্রাইম ব্যাংক পিএলসি’র আয়োজনে সম্প্রতি কিশোরগঞ্জের সিটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রাহক সচেতনতা সপ্তাহ-২০২৫ (ঢাকা ডিভিশন)’ এর উদ্বোধনী অনুষ্ঠান।
“আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা”-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষা, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নিয়ামূল কবীর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক-ময়মনসিংহ অফিসের পরিচালক জয়দেব চন্দ্র বনিক এবং প্রাইম ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের পরিচালক মুনীর আহমেদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক-এফআইসিএসডি’র অতিরিক্ত পরিচালক ও স্ট্র্যাটেজিক কমিউনিকেশন টিমের প্রধান মোহাম্মদ মাহেনুর আলম।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, দেশের ৫৪টি ব্যাংক ও ১৯টি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র প্রতিনিধিগণ, স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ