ফেয়ার টেকনোলজি “Experience Bold and Bigger” শীর্ষক বিশেষ গ্রাহক ইভেন্টে হুন্ডাইয়ের সর্বাধুনিক ও বিলাসবহুল এসইউভি- নতুন হুন্ডাই ক্রেটা গ্র্যান্ড উন্মোচন করেছে। শনিবার ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত হুন্ডাই এক্সপেরিয়েন্স সেন্টারে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ফেয়ার টেকনোলজিহুন্ডাইয়ের ডিরেক্টর ও সিইও মো. মুতাসিম দাইয়ান ক্রেটা গ্র্যান্ড উন্মোচন করে জানান, ১ দশমিক ৫ লিটার ইঞ্জিন যুক্ত এই ৭-সিটার এসইউভি তার বোল্ড ডিজাইন এবং দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় সম্প্রসারিত আকারের কারণে দৃষ্টি আকর্ষণ করে এবং অত্যন্ত শক্তিশালী রোড-প্রেজেন্স প্রদান করে।
তিনি আরও জানান, গাড়িটি এখন আকর্ষণীয় ৪৮ লাখ টাকা মূল্যে পাওয়া যাচ্ছে।
গ্রাহকেরা পাচ্ছেন ৫ বছরের ওয়ারেন্টি ও ২ বছরের ফ্রি সার্ভিস সুবিধা। পাশাপাশি ৩ বছর বা ৪০ হাজার কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ ৭০% গ্যারান্টিড বাই-ব্যাক সুবিধাও থাকবে। নতুন এই এসইউভি -তে রয়েছে প্যানোরামিক সানরুফ ও বোস প্রিমিয়াম সাউন্ড সিস্টেম।
অনুষ্ঠানে কণ্ঠশিল্পী মেহরীন মাহমুদ উপস্থিত ছিলেন। এ ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধি সিমোনা সিমিওনোভা, সিনিয়র রিপোর্টার, গালফ নিউজ গ্লোবাল এফডিআই রিপোর্টস উপস্থিত থেকে অনুষ্ঠানে বৈশ্বিক গুরুত্ব ও অন্তর্দৃষ্টি যোগ করেন।
ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জে এম তাসলিম কবীর উপস্থিত থেকে ক্রেটা গ্র্যান্ড-এর অভিজ্ঞতাকে আরও উজ্জ্বল করে তুলেন।
গ্রাহক এফএকিউ সেশনে ফেয়ার টেকনোলজি হুন্ডাইয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আতাউর রহমান, সিনিয়র ম্যানেজার, অপারেশনস; রুবাইয়াত উদ্দিন, ম্যানেজার, সাপ্লাই চেইন ও প্রোডাক্ট; ইনাম আহমেদ, ডেপুটি ম্যানেজার, মার্কেটিং, আসফাক আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং। তারা গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন
নতুন হুন্ডাই ক্রেটা গ্র্যান্ড তার হরিজন ল্যাম্প, এইচ-শেপ ডিআরএল, সিকোয়েন্সিয়াল টার্ন সিগন্যাল, ডার্ক ক্রোম গ্রিল এবং আর১৮ ডায়মন্ড-কাট অ্যালয় হুইলের মাধ্যমে একটি প্রিমিয়াম ও শক্তিশালী লুক সম্পূর্ণ করে।
ভিতরে রয়েছে প্রশস্ত লাক্সারি সিটিং, রিফাইনড ডুয়াল-টোন ইন্টেরিয়র, দুই সারিতেই ওয়্যারলেস চার্জিং সুবিধা এবং আপগ্রেডেড ইন্টিগ্রেটেড ইনফোটেইনমেন্ট সিস্টেম। স্মার্ট কানেক্টিভিটি, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল এবং ছয় এয়ারব্যাগসহ উন্নত সেফটি ফিচার—সব মিলিয়ে এটি আধুনিক আরাম ও বিশ্বস্ত এসইউভি পারফরম্যান্স নিশ্চিত করে।
নতুন ক্রেটা গ্র্যান্ড এখন পাঁচটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে— Creamy White Pearl, Midnight Blue, Titan Grey, Dragon Red এবং Creamy Black।
এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় ব্যাংকিং পার্টনারদের মাধ্যমে সহজ অটো-লোন সুবিধা থাকায় এসইউভি কেনা এখন আরও সহজ, সাশ্রয়ী ও ঝামেলাহীন।
ফেয়ার টেকনোলজি-হুন্ডাই ইতোমধ্যে বাংলাদেশে ৩,৫০০+ নতুন গাড়ি বিক্রি করে ব্র্যান্ড-নিউ কার সেগমেন্টে নম্বর ওয়ান অবস্থান অর্জন করেছে। বিশ্বমানের নির্ভরযোগ্য, নিরাপদ ও উদ্ভাবনী মোটরিং সল্যুশনের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টিই হুন্ডাইয়ের মূল লক্ষ্য।
বর্তমানে হুন্ডাই-এর ৮টি শোরুম এবং ৫টি সার্ভিস সেন্টার ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় কার্যক্রম পরিচালনা করছে। যেখানে গ্রাহকরা পাচ্ছেন আন্তর্জাতিক মানের বিক্রয় ও সার্ভিস অভিজ্ঞতা।
বিডি-প্রতিদিন/তানিয়া