সিলেটের কানাইঘাটে রাস্তা থেকে তুলে নিয়ে যুবক খুনের ঘটনায় নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৮ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে রবিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন ঝাউচর মেঘনাঘাট এলাকায় অভিযান চালিয়ে শাকিল আহমদ (২২) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।
শাকিল আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার রাতাছড়া গ্রামের আবদুল হান্নান হানই মিয়ার ছেলে। নিহত সাইফুল ইসলাম দনা রাতাছড়া একই গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, সাইফুল ইসলাম ও শাকিল আহমদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে তাদের মধ্যে দুই লাখ টাকার লেনদেন নিয়ে বিরোধ চলছিল। গত ৩০ নভেম্বর বিকেলে সাইফুল বাড়িতে গিয়ে শাকিলকে নিয়ে দনা বাজারে যায়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভাড়া করা মোটরসাইকেলযোগে ফিরছিলেন সাইফুল ও শাকিল। পথিমধ্যে মোটরসাইকেল চালককে দাঁড় করিয়ে শাকিলকে নিজের বাড়িতে নিয়ে যায় সাইফুল। কিছুক্ষণ অপেক্ষার পর তারা ফিরে না আসায় মোটরসাইকেল চালক সাইফুলের বাড়িতে গিয়ে দেখতে পায় শাকিলকে ঘরের পাকা খুঁটির সাথে পিঠমোড়া দিয়ে বেঁধে মারধর করা হচ্ছে। এ সময় সাইফুল উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে শাকিলের বুকের মাঝখানে আঘাত করে গুরুতর জখম করে। খবর পেয়ে পরিবারের লোকজন সাইফুলের বাড়ির পূর্বপাশের জঙ্গলের ভেতরের নালার মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় শাকিলকে খুঁজে পান। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত সাইফুল ইসলামকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ