মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইনার হুইল ক্লাবের উদ্যােগে দরিদ্র মানুষের মধ্যে উন্নয়ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে শহরের পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে ক্লাবের 'মেগা জয়েন্ট প্রজেক্ট ২০২৫–২০২৬’ অনুষ্ঠানে ৫ জন হতদরিদ্র ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন উপকরণ বিতরণ করা হয়।
কান্তা ধর চৌধুরীর সঞ্চালনায় এবং ডা. পুষ্পিতা খাস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তার এবং রোটারিয়ান সিরাজুল ইসলাম খান।
ইনার হুইল ক্লাব তাদের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের অংশ হিসাবে ১৬টি মশারি, ২টি তাঁত মেশিন, ১টি ভ্যান গাড়ি এবং ২টি সেলাই মেশিন বিতরণ করে।
অনুষ্ঠানে ইনার হুইল ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, উপকারভোগী এবং রোটারিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন