সিলেটে মৎস্য খামারের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন দিন আগে ওই যুবক নিখোঁজ হয়েছিল। বুধবার সকালে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেশ্বর গ্রামের একটি মৎস্য খামারের পাশ থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় ইমন আহমদ (২০) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, আইফোন ছিনিয়ে নিতে বন্ধুদের হাতেই খুন হয়েছে ইমন।
নিহত ইমন খশিরনাম নগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে। এ ঘটনায় একই গ্রামের আশরাফুল নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ইমন কিছুটা সহজ সরল ছিল। সে ‘আইফোন ১৫ প্রো ম্যাক্স’ মডেলের একটি মোবাইল ফোন সেট ব্যবহার করতো। ফোনটির দিকে তার বন্ধুবান্ধবদের নজর ছিল। মাঝে মধ্যে তারা ফোনটি ব্যবহারও করতো। গত ৭ ডিসেম্বর ইমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু আশরাফুল। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বুধবার সকালে শালেশ্বর গ্রামের একটি মৎস্য খামারের পাশে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় ইমনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় আশরাফুলকে আটক করা হলে সে হত্যাকান্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।
বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক বলেন, ‘একটি মৎস্য খামারের পাশ থেকে ইমন নামের এক যুবকরে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইফোন ছিনিয়ে নেওয়ার জন্যই তার বন্ধুরা তাকে খুন করে থাকতে পারে।’
বিডি প্রতিদিন/এএম