হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় পরকিয়া সন্দেহকে কেন্দ্র করে স্বামীর ছুরিকাঘাতে ফারজানা বেগম (১৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
রবিবার সকালে নতুন ব্রিজ এলাকার সিদ্দিক মিয়ার ভাড়াবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফারজানা বেগম শানখলা ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে মাকে নিয়ে ওই এলাকায় ভাড়া থাকতেন এবং একটি কোম্পানিতে চাকরি করতেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে কাজ থেকে বাসায় ফেরার পর ফারজানার হাতে থাকা একটি ব্রেসলেট নিয়ে স্বামী নুর আলীর সঙ্গে কথা–কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে নুর আলী ফারজানার পেটে ধারালো ছুরি দিয়ে পরপর আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফারজানাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে নুর আলীও সেখানে উপস্থিত হন। সেখান থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, স্বামী–স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে পরকিয়া সন্দেহ নিয়ে মনোমালিন্য চলছিল।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহবুদ্দিন শাহীন বলেন, ব্রেসলেট ও পরকিয়ার বিষয়টি সামনে রেখে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/মাইনুল