ভিলা বেলমিরোয় ক্রুজেইরোর বিপক্ষে দাপুটে জয় দিয়েই মৌসুম শেষ করল সান্তোস। সোমবার (৮ ডিসেম্বর) ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের ২৬তম মিনিটে ম্যাচে উত্তেজনা ছড়ায়— টানা দুই মিনিটে দুই গোল করেন থাসিয়ানো। দ্বিতীয়ার্ধে জোয়াও স্মিদের গোলে ৩-০ গোলে জয় পায় সান্তোস। গোল বা অ্যাসিস্ট না পেলেও দারুণ খেলেছেন নেইমার।
এই জয়ে ৩৮ ম্যাচে ১২ জয় ও ১১ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে ১২তম হয়েছে সান্তোস।
বিডি প্রতিদিন/নাজিম