ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দা হান্ড্রেডে লন্ডন স্পিরিটের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার দিনেশ কার্তিক। দলটিতে দুটি ভূমিকায় দেখা যাবে তাকে। একই সঙ্গে মেন্টর ও ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক এই কিপার-ব্যাটসম্যান। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটে আইপিএলের বাইরে এটি তার প্রথম কোচিং দায়িত্ব।
লন্ডন স্পিরিটের ডিরেক্টর অব ক্রিকেট মো ববাট এক বিবৃতিতে বলেন, দিনেশকে দলে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ছোট ফরম্যাট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার বিশাল অভিজ্ঞতা আমাদের জন্য অমূল্য। তিনি সবসময় ভিন্নভাবে চিন্তা করেন, দারুণ এনার্জি নিয়ে কাজ করেন। তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে। শীর্ষ পর্যায়ে এমন একজনকে যুক্ত করা আমাদের উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন। আমরা চাই খেলোয়াড়রা সর্বোচ্চ মানের সহায়তা পাক।
আইপিএল ক্যারিয়ার শেষ করার পর ২০২৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) একই ধরনের ভূমিকা পালন করেন কার্তিক। বর্তমানে তিনি ধারাভাষ্যকার হিসেবেও নানান জায়গায় কাজ করছেন।
এর পাশাপাশি তিনি এখনও সক্রিয় ক্রিকেটারও। সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টি লিগে শারজাহ ওয়ারিয়ার্সের হয়ে খেলছেন।
নিজের নতুন দায়িত্ব সম্পর্কে কার্তিক বলেন, লন্ডন স্পিরিটে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। আগামী মৌসুমে দারুণ সব ক্রিকেটারের সঙ্গে কাজ করতে এবং দলকে এগিয়ে নিতে মুখিয়ে আছি।
বিডি প্রতিদিন/এমআই