ফিফা বিশ্বকাপ নিয়ে নজিরবিহীন এক দীর্ঘমেয়াদি ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রোক এআই’। ২০২৬ থেকে ২০৯৮ সাল পর্যন্ত মোট ১৭টি বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হবে এমনই বিস্ময়কর ভবিষ্যৎ তালিকা প্রকাশ করেছে এআইটি। অ্যালগরিদমভিত্তিক এই পূর্বাভাসে রয়েছে ধারাবাহিক চমক ও ইতিহাস বদলে দেওয়ার ইঙ্গিত।
গ্রোক এআইয়ের বিশ্লেষণে দেখা গেছে ২০২৬ বিশ্বকাপে শিরোপা জিতবে স্পেন, যারা ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২–১ গোলে হারাবে। এরপর ২০৩০ সালে হেক্সা শিরোপা পাবে ব্রাজিল, ফাইনালে ৩–১ গোলে হারাবে ফ্রান্সকে ১৯৯৮ সালের ঘুরে দাঁড়ানো প্রতিশোধ হিসেবে দেখানো হয়েছে ম্যাচটিকে।
২০৩৪ সালে ফ্রান্স, ২০৩৮ সালে ইংল্যান্ড শিরোপা জয় করবে। ২০৪২ সালে আসে সবচেয়ে বড় চমক গ্রোক এআই বলছে, প্রথম আফ্রিকান দেশ হিসেবে নাইজেরিয়া বিশ্বকাপ জিতবে, ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে।
এরপর ২০৪৬ সালে শিরোপা স্পেনকে হারিয়ে জার্মানির ঘরে যাবে। ২০৫০ সালে আবার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা, ২৮ বছরের শিরোপা খরা দূর করে। গ্রোক রসিকতা করে বলেছে—এই ফাইনালে গ্যালারিতে নাকি দেখা যাবে ৬৩ বছরের মেসি ও ৬৫ বছরের রোনালদোকে!
২০৫৪ সালে যুক্তরাষ্ট্র, ২০৫৮ সালে ইতিহাস গড়ে জাপান, ২০৬৬ সালে প্রথম আরব চ্যাম্পিয়ন হিসেবে মরক্কো, ২০৭৪ সালে অস্ট্রেলিয়া, এবং ২০৮২ সালে সেনেগাল শিরোপা ঘরে তুলবে বলে জানায় এআইটি।
শেষের ভবিষ্যদ্বাণীগুলোও বেশ নাটকীয়— ২০৯০ সালে চ্যাম্পিয়ন মেক্সিকো, ২০৯৪ সালে ফাইনালে ব্রাজিলকে পেনাল্টিতে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, আর ২০৯৮ সালে আবার শিরোপা জার্মানির হাতে।
সূত্র: গালফ নিউজ