আইএল টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। আগের ম্যাচে জোড়া উইকেট নেওয়ার পর রবিবার আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষেও দুই উইকেট তুলে নিয়ে দলের সহজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
দুবাইয়ে টস জিতে ফিল্ডিং নেয় আবুধাবি। ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ গড়ে দুবাই ক্যাপিটালস। রভম্যান পাওয়েল ঝড়ো ইনিংস খেলেন ৫২ বলে অপরাজিত ৯৬ রানের, যেখানে ছিল ৮ চার ও ৪ ছক্কা। জর্ডান কক্সও খেলেন দারুণ ৩৬ বলে ৫২ রানের ইনিংস। আবুধাবির হয়ে জেসন হোল্ডার নেন ২ উইকেট।
লক্ষ্য তাড়ায় আবুধাবির শুরুটাই ছিল দুর্বল। প্রথম ওভারে আলিশান শরাফুর বিদায়ের পর দলীয় ১০ রানের মধ্যেই মোস্তাফিজ শিকার করেন উন্মুক্ত চাঁদকে। পরক্ষণে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।
শেষ পর্যন্ত ১৫.৩ ওভারে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় আবুধাবি নাইট রাইডার্স। ফলে ৮৩ রানের বড় জয় তুলে নেয় দুবাই ক্যাপিটালস।
দুবাইয়ের হয়ে ওয়াকার সালামখেইল ৪ উইকেট নেন ২৯ রানে। মোস্তাফিজ উন্মুক্ত চাঁদের সঙ্গে শিকার করেন ওপেনার ফিল সল্টকেও, যিনি ২১ বলে করেন ২৭ রান। এছাড়া ডেভিড উইলি ও মোহাম্মদ নবী ২টি করে উইকেট দখল করেন।
বিডি প্রতিদিন/মুসা