ডিসেম্বরের পূর্ণ চাঁদ, যাকে ‘কোল্ড মুন’ বলা হয়। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বছরের তৃতীয় ও শেষ সুপারমুন আকাশে দেখা যাবে। প্রতি পূর্ণিমার চাঁদেরই একটি করে ঐতিহাসিক নাম রয়েছে। শীতের শুরু এবং তাপমাত্রা কমতে থাকায় ডিসেম্বরের পূর্ণ চাঁদের নাম ‘কোল্ড মুন’। উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ঠান্ডা সময়ের সূচনা থেকেই এ নামের প্রচলন শতাব্দী-প্রাচীন।
যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজউইক জানিয়েছে, চাঁদ যখন তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান ‘পেরিজি’ তে পৌঁছে ঠিক সেই সময় পূর্ণিমা হলে সুপারমুন দেখা দেয়। এ সময় চাঁদ সাধারণের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়।
প্রতি পূর্ণিমার চাঁদেরই একটি করে ঐতিহাসিক নাম রয়েছে। শীতের শুরু এবং তাপমাত্রা কমতে থাকায় ডিসেম্বরের পূর্ণ চাঁদের নাম ‘কোল্ড মুন’। উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ঠান্ডা সময়ের সূচনা থেকেই এ নামের প্রচলন শতাব্দী-প্রাচীন।
নাসার তথ্য অনুযায়ী, সুপারমুনের সময় চাঁদ বছরের সবচেয়ে ক্ষীণ চাঁদের তুলনায় প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যায়। প্রতি বছর তিন থেকে চারটি সুপারমুন দেখা গেলেও এবার টানা তিনটি—অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরেই হয়েছে।
কখন দেখা যাবে ‘কোল্ড মুন’?
ডিসেম্বরের সুপারমুন তার সর্বোচ্চ আলোকিত অবস্থায় পৌঁছাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে (ইস্টার্ন টাইম), যা বাংলাদেশ সময় শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৫টা ১৪ মিনিট।
চাঁদ দেখার জন্য কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই, খালি চোখেই উপভোগ করা যাবে। তবে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের পৃষ্ঠ, গর্ত ও খাঁজ আরও পরিষ্কারভাবে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে খোলা মাঠ, ছাদ বা যেকোনো উন্মুক্ত স্থান থেকেই দেখা যাবে এই মহাজাগতিক সৌন্দর্য।
বিডি-প্রতিদিন/তানিয়া