মহাকাশ গবেষণা সংস্থা নাসা'র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্ভবত প্রথমবারের মতো মহাবিশ্বের জন্মপর্বের সবচেয়ে প্রাচীন নক্ষত্র- POP III তারার প্রমাণ পেয়েছে।
‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’ এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়- এগুলো LAP1-B নামের এক দূরবর্তী গ্যালাক্সিতে পাওয়া গেছে, যার দূরত্ব পৃথিবী থেকে প্রায় ১৩০০ কোটি আলোকবর্ষ।
জ্যোতির্বিদ এলি ভিসবালের নেতৃত্বাধীন দল জানায়- জেমস ওয়েবের ইনফ্রারেড বর্ণালীতে দেখা যায় তারাগুলো তীব্র অতিবেগুনি রশ্মি নির্গত করছে এবং এদের ভর সূর্যের তুলনায় প্রায় ১০০ গুণ বেশি।
গবেষণায় উল্লেখ করা হয়েছে- LAP1-B তিনটি তাত্ত্বিক শর্ত পূরণ করছে, যা POP III তারার গঠনের পক্ষে ইঙ্গিতবাহী- নিম্ন-ধাতব পরিবেশ, ছোট ক্লাস্টার, এবং নির্দিষ্ট ভর ফাংশন।
গবেষকদের মতে- মহাকর্ষীয় লেন্সিংয়ের কারণে ১০০ গুণ বর্ধিত আলো পাওয়ায় এই তারাগুলো শনাক্ত করা সম্ভব হয়েছে। এরা বৃহৎ ছায়াপথ তৈরির ভিত্তি স্থাপন করেছে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞানীরা এখন POP III থেকে POP II-তে রূপান্তরের আরও বিস্তারিত সিমুলেশন চালাতে যাচ্ছেন। ভিসবালের ভাষায়- “LAP1-B হয়তো কেবল শুরু; এর পেছনে আরও বহু আদিম তারা লুকিয়ে থাকতে পারে।”
তথ্য সূত্র- এনডিটিভি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ