ইউক্রেন কোনোভাবেই রাশিয়ার কাছে নিজেদের ভূখণ্ড হস্তান্তর করতে চাইছে না। আর এ জন্যই হোয়াইট হাউসের কাছে একটি সংশোধিত শান্তি পরিকল্পনা উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও ভূখণ্ড সমর্পণ করার বিষয়টি বাতিল করে দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনীয় বা আন্তর্জাতিক আইন অনুসারে তার সেই অধিকার নেই।
সোমবার ইউরোপীয় এবং ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ইউক্রেনের জন্য বড় ধরনের ছাড়ের শর্তযুক্ত একটি শান্তি চুক্তি যুক্তরাষ্ট্র যাতে সমর্থন না করে, তার জন্য সম্মিলিতভাবে চাপ দেওয়ার অংশ ছিল এ বৈঠক। মিত্ররা আশঙ্কা করছেন, এমন চুক্তি ইউক্রেনকে ভবিষ্যতে আক্রমণের জন্য অরক্ষিত করে তুলবে। এদিকে, রাশিয়ার ড্রোন হামলায় উত্তর-পশ্চিম ইউক্রেনের সুমি শহর রাতভর বিদ্যুৎবিহীন ছিল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট এক সংবাদ সম্মেলনে বলেছেন, তার দল শিগগিরই আমেরিকানদের কাছে একটি নতুন প্রস্তাব পাঠাতে পারে। ভূখণ্ড সমর্পণের বিষয়ে জেলেনস্কি বলেন, রাশিয়া চাইছে যে আমরা ভূখণ্ড ছেড়ে দিই, কিন্তু আমরা কিছুই দিতে চাই না। তিনি আরও বলেন, ইউক্রেনীয় আইন, আমাদের সংবিধান এবং আন্তর্জাতিক আইন অনুসারে আমাদের এটা করার কোনো আইনি অধিকারও নেই। কোনো নৈতিক অধিকারও নেই। জেলেনস্কি দীর্ঘদিন ধরে বলে আসছেন, ইউক্রেনের সীমান্তে যে কোনো পরিবর্তনকে একটি গণভোটের মাধ্যমে অনুমোদিত হতে হবে। রাশিয়া দাবি করছে, তারা পোকরভস্ক দখল করেছে, যা দোনেৎস্ক এবং লুহানস্ক নিয়ে গঠিত ইউক্রেনের দনবাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে পুতিনকে আরও কাছাকাছি নিয়ে যাবে। -বিবিসি