সরকারি অফিসে হয়রানি বন্ধে অ্যাপ চালু করার কথা জানিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধনে সরকারি অফিসে ব্যবসায়ী এবং উদ্যোক্তারা হয়রানির শিকার হন। গতকাল আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আশিক চৌধুরী বলেন, দেশে ব্যবসা শুরু এবং নিবন্ধন কার্যক্রম জটিল ও কঠিন কাজ। সেবা গ্রহণে সরকারি অফিসে গেলে ব্যবসায়ী এবং উদ্যেক্তাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। তাই হয়রানি বন্ধে আগামী বছর থেকে চালু করা হবে একটি বিশেষ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই সেবা গ্রহণ করতে পারবেন তারা।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএমই খাতে সুদহার ১৫ শতাংশ হওয়ার কারণে মূল্যস্ফীতির হারও বেশি। এনজিও থেকে ঋণ নিলে ২৫ শতাংশ সুদ দিতে হয়। এতে পরিচালন ব্যয় বেড়ে যায়। এসএমই ক্রেডিট কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। কিন্তু পরিচালনা করা জটিল। এসএমই খাতে ঋণ কমে আসছে। নির্বাচনের জন্য সব খাতেই স্থবিরতা তৈরি হয়েছে। সাত দিনব্যাপী এই মেলায় অংশ নিয়েছে প্রায় ৪০০ এসএমই প্রতিষ্ঠান। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে।