রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৮০) ও তার স্ত্রী সুবর্ণা রায় (৬৫)।
স্থানীয় দীপক চন্দ্র রায় বলেন- আমার পরিবার ৪০-৫০ বছর ধরে যোগেশ চন্দ্র রায়ের বাড়ির দেখাশোনা করে। আমি প্রতিদিন সকালে কাজ করতে সেখানে যাই। গতকাল সকাল ৭টা পর্যন্ত ঘর থেকে কেউ বের না হওয়ায় সন্দেহ হয়। ডাকাডাকি করেও কোনো শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাকি। এরপর মই বেয়ে ভিতরে ঢুকে দেখি ঘরে কেউ নেই। পরে ডাইনিং রুমের দরজা খুলে দেখি দাদুর (যোগেশ চন্দ্র) রক্তাক্ত লাশ আর রান্নাঘরে দিদার (সুবর্ণা রায়) লাশ পড়ে আছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যোগেশ চন্দ্র ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসরে যান। এই দম্পতির দুই ছেলে। বড় ছেলে শোভেন চন্দ্র রায় জয়পুরহাটে এবং ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় ঢাকায় পুলিশে চাকরি করেন। গ্রামের বাড়িতে স্বামী-স্ত্রী থাকতেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তারাগঞ্জ থানার ওসি এমএ ফারুক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।