ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, আল্লাহর নাম ও সৃষ্টিকর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া কোনোভাবেই সহনীয় নয়। বাউল আবুল সরকার ইসলাম সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত উদ্বেগজনক। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন সাবেক এই সংসদ সদস্য।
এম এ আউয়াল আরও বলেন, ধর্ম অবমাননার মতো গুরুতর অপরাধের বিচার হতে হবে দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক। যাতে ভবিষ্যতে কেউ ধর্ম, বিশ্বাস ও মূল্যবোধ নিয়ে কটূক্তি করার সাহস না পায়। বাউল ঐতিহ্য বা সংস্কৃতির আড়ালে ইসলাম ও মুসলমানদের ভাবাবেগে আঘাত কোনোভাবেই মতপ্রকাশের স্বাধীনতার অন্তর্ভুক্ত নয়।