জনতার দলের চেয়ারম্যান ব্রি. জেনারেল শামীম কামাল (অব.) বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারাবেন এমন প্রার্থী আমরা মনোনয়ন দেব না। একইভাবে কোনো প্রলোভনে কয়টা সিটের লোভে সস্তাভাবে আমরা হারিয়ে যাব না। যে কোনো মূল্যে আমাদের দলের যে এন্টিটি নৈতিকতা, দেশপ্রেম, সততা, আদর্শ, যেটা চিন্তা করছি এটা থেকে বিন্দুমাত্র আমরা ছাড় দেব না।
গতকাল বনানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী নেতারা জনতার দলে যোগদান করেন। এ সময় তারা দলটির চেয়ারম্যান ও মহাসচিবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। দলটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খানের সভাপতিত্বে জনতার দলের যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লে. জেনারেল সাব্বির আহমেদ (অব.), মেজর সিদ্দিকী (অব.), লে. কর্নেল শফিক চৌধুরী (অব.), কর্নেল আবু কালাম মো. জাকি (অব.), ডেল এইচ খান, মেজর জেনারেল মাহবুব আলম (অব.), মেজর মো. জাকির হোসেন (অব.) প্রমুখ। নেতা-কর্মীদের দলের চেয়ারম্যান শামীম কামাল বলেন, আপনারা কোনো ধরনের বিভ্রান্তিতে ভুগবেন না। আমার এলাকায় আমার সিট নিয়ে বিএনপি থেকে অলরেডি এমন সার্কুলেশন বহুত হচ্ছে। তো এটা হচ্ছে যে, এই ধরনের সস্তা রাজনীতিতে আমরা যাব না। এই মেসেজটাই শুধু আপনাদের দিতে চাই।