প্রাথমিকের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণে অনুমোদন দিয়েছে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
জানা গেছে, ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিষয়ের ওপর আলোচনা ও সিদ্ধান্ত হয়।
চিঠিতে বলা হয়, সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব উপস্থাপন করা হয়।
সভাকে জানানো হয়, রিট পিটিশন অনুযায়ী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড উন্নীত করে আদেশ জারি করা হয়েছে। তাদের ধারাবাহিকতায় অবশিষ্ট প্রধান শিক্ষক পদের বেতন স্কেল উন্নীতকরণের প্রস্তাব করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দেয়। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগও সম্মতি দিয়েছে। সভায় বিস্তারিত পর্যালোচনা করে ঐকমত্য প্রকাশ করা হয়। সভার সিদ্ধান্তে এ সুপারিশ করা হলো।