রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এসএস টাওয়ার নামের ভবনটি অনুমোদন ছাড়া ১২ তলা পর্যন্ত নির্মাণ করা হয়। এ নিয়ে মামলা-সংক্রান্ত জটিলতায় ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবনটি। এ ছাড়া ভবনকে ঝুঁকিপূর্ণের তালিকায়ও রাখা হয়েছে।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নির্বাহী প্রকৌশলী মো. আবদুল্লাহ আল তারিক বলেন, ‘এসএস টাওয়ার নামের ওই ভবনটি নিয়ম মেনে করা হয়নি। ৯ তলার অনুমোদন নিয়ে ১২ তলা করা হয়েছে। নিয়মবহির্ভূতভাবে যারা ভবন নির্মাণ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হচ্ছে।’
-বাংলাদেশ প্রতিদিন