সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় যাত্রাবাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে চন্দনকোঠা মাঠে ঢাকা-৫ আসন বাসীর উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নবীউল্লাহ নবীর তত্ত্বাবধানে এ মাহফিলে থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
এ সময় নবীউল্লাহ নবী বলেন, দেশের সব মানুষ দলমতনির্বিশেষে দেশনেত্রীর জন্য দোয়া করছেন। আমাদের প্রার্থনা- যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রী যেন পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। দেশের প্রয়োজনে বেগম খালেদা জিয়াকে এ মুহূর্তে খুব প্রয়োজন।
তিনি আরও বলেন, বেগম জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের ব্যাপারে কখনো কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। তাঁর দূরদর্শী নেতৃত্ব বারবার জাতিকে পথ দেখিয়েছে। তাই দেশের এ ক্রান্তিলগ্ন থেকে ঘুরে দাঁড়াতে বেগম জিয়াকে প্রয়োজন সবচেয়ে বেশি।