আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুনর্গঠন হচ্ছে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালের নেতৃত্বাধীন ১৫ দলীয় প্রগতিশীল ইসলামী জোট। পুনর্গঠন উপলক্ষে গতকাল জোটের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেন, নির্বাচন সামনে রেখে বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে তিনটি নিবন্ধিত দলের সমন্বয়ে গঠিত একটি জোটের সঙ্গে বৃহৎ জোট গঠনের আলোচনা চলছে। বৃহৎ জোটের নেতৃত্বে আগামী ৩০০ আসনে ভোট করবে। তিনি বলেন, নির্বাচনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন-সংশ্লিষ্ট অফিসারসহ যারা থাকবেন তাদের প্রত্যেকের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। নাগরিকদের মনে এখনো যে শঙ্কা ও ভীতি রয়েছে, তা দূর করা না গেলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।