নির্বাচনের ঠিক আগে জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদের গ্রেপ্তার গণতন্ত্রের ওপর কুঠারাঘাতের শামিল বলে মন্তব্য করেছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন। গতকাল পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তবে তিনি একথা বলেন। গোলাম সারোয়ার মিলন বলেন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। সামনে ত্রয়োদশ সংসদ নির্বাচন আসন্ন, আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আসছি এবং নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি এমন সময় তার গ্রেপ্তার গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ’২৪-এর জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত এ দলের মহাসচিব হিসেবে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন। আমরা শওকত মাহমুদের আশু মুক্তি কামনা করছি। সভায় আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মহাসচিব মো. আসাদুজ্জামান, কেন্দ্রীয় নেতা শাহ মোহাম্মদ আবু জাফর, রফিকুল হক হাফিজ।