ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না। ধর্মের বিষয়ে শুধু প্রকৃত আলেম-ওলামাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য। কোনো অপব্যাখ্যাকে গ্রহণ করা হবে না। গতকাল বরিশালে ঐতিহাসিক চরমোনাই বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বিভিন্ন সময়ে যারা ধর্ম নিয়ে, ‘আল্লাহ ও রাসুল নিয়ে আপত্তিকর কথা বলেছে তাদের আমরা যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে এসেছি। আগামীতেও যদি বাংলার মাটিতে আল্লাহ, রাসুল, কোরআন নিয়ে কোনো কটূক্তি করে তাদের আইনের আওতায় আনা হবে।’ কোনো ক্রমেই আইন হাতে তুলে নেওয়া যাবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, আইন হাতে তুলে নিলে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কেউ কোনো অন্যায় করলে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তার জন্য প্রশাসন রয়েছে। -বাসস
ড. খালিদ বলেন, আলেম-ওলামা, পীর, মাশায়েখরা শত শত বছর ধরে ইসলামি ভাবধারা জাগরণ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। এখনো করে যাচ্ছেন। আলেম-ওলামাদের মেহনত কখনো ব্যর্থ হয় না। আগামী দিনেও ব্যর্থ হবে না।