ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পাঁচটি সুপারিশ জানিয়েছে অবসরপ্রাপ্ত বিসিএস অফিসারদের নির্বাচন পরিবীক্ষণবিষয়ক ফোরাম ‘ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটি’।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলনে এসব সুপারিশ জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্যসচিব, সরকারের সাবেক সচিব এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. শরিফুল আলম। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি, সাবেক অতিরিক্ত সচিব ড. খন্দকার রাশেদুল হক। উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব গাজীউদ্দিন মনির, সাবেক সচিব রেজাউল করিম প্রমুখ।
সংবাদ সম্মেলনে ড. মো. শরিফুল আলম বলেন, ‘অতীতের তিনটি অগ্রহণযোগ্য নির্বাচনের পর জাতি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায়। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে সুষ্ঠু নির্বাচনের প্রতি তাঁর অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাই এ অঙ্গীকার বাস্তবায়ন করতে নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনকে সর্বোচ্চ পেশাদারি ও নৈতিকতা প্রদর্শন করতে হবে।’ এ সময় সংগঠনটির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিম্নোক্ত পাঁচটি সুপারিশ করা হয়।
সুপারিশগুলো হলো : প্রতিটি ভোট কেন্দ্রে অনলাইন সিসিটিভি স্থাপন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি বা পদায়ন, অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সততা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণ।