ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে বিভাগের ছাত্রদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিন্ডিকেট সভায় অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রদের করা অভিযোগ পর্যালোচনা করে চার্জ তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব ও অভিযুক্ত অধ্যাপকের একজন প্রতিনিধি কমিটিতে থাকবেন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক ড. এরশাদ হালিমকে ১৪ নভেম্বর রাতে রাজধানীর শেওড়া পাড়ায় তার বাসায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে। পরদিন আদালতে তাকে পাঠানো হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি রসায়ন বিভাগের কয়েকজন ছাত্রের উপর অধ্যাপকের যৌন নির্যাতনের অভিযোগের পোস্ট ভাইরাল হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, পরীক্ষাসংক্রান্ত সমস্যার কথা বলে অধ্যাপক তাদের বাসায় ডেকে নিয়ে বিভিন্ন অজুহাতে শারীরিক স্পর্শ করতেন ও করাতেন, দরজা-জানালা বন্ধ করে রুমের আলো নিভিয়ে অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন।
রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (ডুজা) সংবাদ সম্মেলনে অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/আশিক