চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে শহর থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি ক্যাম্পাসের প্ল্যাটফর্মে ঢোকার পরই চলন্ত ট্রেন থেকে ওই ব্যক্তি নামতে যান। এতে পা পিছলে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝের ফাঁকা জায়গায় পড়ে যান তিনি। পরে প্ল্যাটফর্মে অবস্থানরত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করেন এবং বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে পাঠান।
চবি চিফ মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়লে শিক্ষার্থীরা তাকে আমাদের এখানে নিয়ে আসে। তখন সে মৃত ছিল।
তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি ক্যাম্পাসে ৬-৭ বছর আগে সাদা ভাণ্ডারি নামে ডিশ লাইন সরবরাহ করত আনিস। মৃত ব্যক্তি তার পিতা হয় এমনটা জানতে পেরেছি।
বিডি প্রতিদিন/কেএ