বিশ্বজিৎ কুমার দাস হত্যা মামলার আসামিদের ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটসংলগ্ন শাঁখারীবাজার মোড়ে ‘বিশ্বজিৎ চত্বরে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
জবি শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, বিশ্বজিৎকে হত্যায় আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। কিন্তু পরবর্তী সময়ে আটজনের মধ্যে দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে, চারজনের শাস্তি মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবনে নামানো হয়েছে। এমনকি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্য থেকেও দুজনকে খালাস দেওয়া হয়েছে।
শাখা শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, আদালত প্রাঙ্গণের সামনে দিবালোকে শুধু বিশ্বজিৎকে হত্যা করা হয়নি, ঢাকা শহরের মানবতাকেও হত্যা করা হয়েছে।
এ সময় বিশ্বজিতের বড় ভাই উত্তম কুমার দাস বলেন, '১৩ বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো আমার ভাইয়ের হত্যার বিচার হয়নি। আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই। শুধু চাই, এই সরকার যেন দ্রুততম সময়ের মধ্যে খুনিদের বিচারের ব্যবস্থা করে।'
বিডি-প্রতিদিন/এমই