নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক শিক্ষার্থীরা কীভাবে তাদের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানের সাফল্যে অবদান রাখতে পারে সে বিষয়ে আলোকপাত করা হয়।
বুধবার নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
উপাচার্য বলেন, সবার প্রচেষ্টায় অ্যালামনাই অ্যাসোসিয়েশন হয়েছে। এটি আনন্দের বিষয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অ্যাসোসিয়েশন আবেগের জায়গা।
তিনি আরও বলেন, অ্যালামনাইদের অনেকেই দেশে-বিদেশে প্রতিষ্ঠিত হয়ে বিশ্ববিদ্যালয়ের সাফল্যে অবদান রাখতে পারেন। এ বিষয়ে অ্যালামনাইদের কোনো প্রত্যাশা থাকলে বিশ্ববিদ্যালয় সে বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ও নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. শহিদ সারওয়ার।
প্রশিক্ষণে কোর্স ডিরেক্টর ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ। প্রোগ্রাম মডারেটর ছিলেন অতিরিক্ত পরিচালক জি এম রাকিবুল ইসলাম।
বিডি-প্রতিদিন/এমই