ইউরোপীয় ইউনিয়ন এক্স প্ল্যাটফর্মকে ১২০ মিলিয়ন ইউরো (১৪০ মিলিয়ন ডলার) জরিমানা আরোপ করেছে। ঘটনার একদিন পর এর মালিক ইলন মাস্ক ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার তিনি নিজের ২৩ কোটি অনুসারীকে উদ্দেশ্য করে বলেন, ‘ইইউকে বিলুপ্ত করা উচিত।’
ইউরোপীয় কমিশন জানিয়েছে, উচ্চ প্রোফাইল তদন্তের পর এক্স-এর বিরুদ্ধে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) ভঙ্গের প্রমাণ পাওয়ায় এই জরিমানা করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে— ‘ব্লু চেকমার্ক’ বিষয়ে বিভ্রান্তিকর নকশা, গবেষকদের জন্য প্রয়োজনীয় তথ্য উন্মুক্ত না করা, বিজ্ঞাপন সম্পর্কে স্বচ্ছতা না রাখা।
জরিমানার পর মাস্ক আরও পোস্ট করে বলেন, আমি ইউরোপকে ভালোবাসি, কিন্তু ইইউর আমলাতান্ত্রিক দানবকে নয়। অন্য এক মন্তব্যে তিনি বলেন, আমি সিরিয়াস—মজার কিছু না।
মার্কিন প্রশাসনও এই জরিমানা সমালোচনা করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এর আগে মাস্কের সঙ্গে সরকারি খরচ কমানো ও ফেডারেল কর্মীসংখ্যা হ্রাসের মতো ইস্যুতে একসাথে কাজ করেছিল, যদিও পরে তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, ডিএসএ-(ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট) এর স্বচ্ছতা সংক্রান্ত বাধ্যবাধকতা লঙ্ঘন করায় এটি কমিশনের প্রথম বড় জরিমানা।
বিডিপ্রতিদিন/কবিরুল