যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সুপারকম্পিউটিং সুবিধা বাড়াতে প্রায় ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যামাজন। সরকারি খাতে এ ধরনের এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্যোগগুলোর একটি।
অ্যামাজন জানায়, ২০২৬ সাল থেকে নতুন ডেটা সেন্টার নির্মাণ শুরু হবে। এসব কেন্দ্র চালু হলে যুক্ত হবে প্রায় ১.৩ গিগাওয়াট এআই ও উচ্চক্ষমতার কম্পিউটিং সুবিধা। নতুন অবকাঠামো পরিচালিত হবে এডব্লিউএসের বিশেষ সেবা—AWS টপ সিক্রেট, AWS সিক্রেট এবং GovCloud—এর মাধ্যমে, যেগুলো সরকারি সংস্থার নিরাপদ তথ্য ব্যবহারের জন্য তৈরি।
এডব্লিউএস প্রধান নির্বাহী ম্যাট গারম্যান বলেন, এই বিনিয়োগ সরকারের প্রযুক্তিগত সীমাবদ্ধতা কমাবে এবং এআই ব্যবহারে গতি আনবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১১ হাজারের বেশি সরকারি প্রতিষ্ঠান এডব্লিউএস ব্যবহার করছে।
এই উদ্যোগের মাধ্যমে সরকারি সংস্থাগুলো পাবে উন্নত এআই সেবা, যেমন—অ্যামাজন সেজমেকার (এআই মডেল প্রশিক্ষণ), অ্যামাজন বেডরক (মডেল দ্রুত ব্যবহারে), এবং নোভা ও অ্যানথ্রপিক ক্লডের মতো ফাউন্ডেশন মডেল।
যুক্তরাষ্ট্র সরকার চাইছে নিজস্ব এআই সমাধান তৈরি করতে এবং ব্যয় কমাতে। তাই এই বিনিয়োগকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। এ ছাড়া চীনসহ অন্যান্য দেশও এআই উন্নয়নে বড় বিনিয়োগ করছে, ফলে এআই–প্রযুক্তি উন্নয়নে বৈশ্বিক প্রতিযোগিতা আরও বাড়ছে।
বিনিয়োগ ঘোষণার পর ওয়াল স্ট্রিটে প্রযুক্তিখাতে ইতিবাচক প্রভাব পড়ে। অ্যামাজনের শেয়ার বাড়ে ১.৭ শতাংশ।
বিডিপ্রতিদিন/কবিরুল