বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক জিওফ্রে হিন্টন মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রতিযোগিতায় ওপেনএআইকে পেছনে ফেলতে যাচ্ছে গুগল। সম্প্রতি বিজনেস ইনসাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ধারণা প্রকাশ করেন।
হিন্টন বলেন, গুগল এতদিন পরে এগিয়ে আসছে দেখে তিনি কিছুটা বিস্মিত। তার মতে, গুগলের নতুন এআই মডেল জেমিনি-৩ এবং তাদের উন্নত ইমেজ জেনারেটর ন্যানো বানানা প্রো—উভয়ই প্রতিষ্ঠানটিকে নতুন গতি দিয়েছে।
তিনি উল্লেখ করেন, গবেষক দলের বিশাল আকার, বিপুল ডেটার ভাণ্ডার এবং গুগলের নিজস্ব এআই চিপ—এসব গুগলের জন্য বড় সুবিধা। হিন্টনের ভাষায়, এ সুবিধাগুলো মিলেই প্রতিযোগিতায় গুগলকে শক্ত অবস্থানে নিয়ে এসেছে।
হিন্টন আরো বলেন, গুগল অতীতে অন্য অনেক প্রতিষ্ঠানের ভুল দেখে কিছুটা সতর্ক ছিল। প্রতিষ্ঠানটি তাদের সুনাম বজায় রাখতে চেয়েছে, তাই অনেক সময় নতুন পণ্য বাজারে আনতে দেরি করত। তিনি উদাহরণ দেন—গুগলের এক ইমেজ জেনারেটরকে গত বছর বন্ধ রাখতে হয়েছিল ভুল ছবি তৈরির কারণে।
প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর আগে ওপেনএআই-এর চ্যাটজিপিটি প্রকাশের পর গুগল নিজেই ‘কোড রেড’ ঘোষণা করেছিল। এখন উল্টোভাবে ওপেনএআই–এর ভেতরেই গুগলের অগ্রগতি ঘিরে উদ্বেগ দেখা যাচ্ছে।
জিওফ্রে হিন্টন ২০২৩ সালে গুগল ছাড়েন, যাতে তিনি এআই–এর ঝুঁকি নিয়ে স্বাধীনভাবে কথা বলতে পারেন। ২০২৪ সালে এআই গবেষণায় অবদানের জন্য তিনিপদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারও পান।
এদিকে, হিন্টনের সম্মানে টরন্টো বিশ্ববিদ্যালয়ে একটি এআই চেয়ার প্রতিষ্ঠার জন্য গুগল ১০ মিলিয়ন কানাডিয়ান ডলার দান করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল